প্রেমের টানে গাজীপুরে হাজির মার্কিন যুবক রাইয়ান কফম্যান
ফেসবুকে পরিচয়, অতঃপর প্রেম। আর সেই প্রেমের টানে বাংলাদেশের গাজীপুরে হাজির মার্কিন যুবক রাইয়ান কফম্যান। ২৯ মে তিনি বাংলাদেশে আসেন। এরপর পরিবারের সম্মতিতে গাজীপুরের মেয়ে সাইদা ইসলামের (২৬) সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হন।
রাইয়ান কফম্যান যুক্তরাষ্ট্রের মিজৌরি অঙ্গরাজ্যের ক্যানসাস সিটির নাগরিক। তিনি তার এলাকার একটি প্লাস্টিক পণ্য তৈরির কারখানায় অপারেটর পদে কাজ করেন।
কনে সাইদা ইসলাম গাজীপুর মহানগরের বাসন থানার ভোগড়া মধ্যপাড়া এলাকার মোশারফ হোসেন মাস্টারের নাতনি ও মৃত সিকন্দার আলীর মেয়ে।
কনের নানা মোশারফ হোসেন মাস্টার বলেন, “আমার জামাইয়ের নাম সিকন্দার আলী। সে ঢাকার দনিয়া এলাকায় বসবাস করত। ২০১৯ সালে যায়। জামাইয়ের মৃত্যুর পর আমার মেয়ে দুই নাতনিকে নিয়ে ঢাকা থেকে গাজীপুরে চলে আসেন। এখন তারা আমার এখানেই বসবাস করছেন। বাবা মারা যাওয়ার এক বছর পর স্নাতক পাস করে সাইদা।”
কনে সাইদা ইসলাম বলেন, “২০২১ সালের এপ্রিলে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় হয় রাইয়ানের সঙ্গে। এ সময় আমরা নিজেদের ফোন নম্বর, ফেসবুক আইডি ও ঠিকানা বিনিময় করি। এরপর থেকে নিয়মিত যোগাযোগ হতো। ফোন ও ভিডিও কলে কথা বলতে বলতে আমাদের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়। দুজন দুজনকে ভালোবেসে ফেলি। এভাবে প্রায় এক বছর ফেসবুকে প্রেম করি। সম্পর্কের এক পর্যায়ে আমরা বিয়ে করে ঘর বাঁধার সিদ্ধান্ত নিই। রাইয়ান বিয়ে করার জন্য খ্রিষ্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন।”