হরতাল সফল করতে বগুড়ায় সমাবেশ
![](https://boguralive.com/wp-content/uploads/2022/08/received_594626755699349.jpeg)
২৫ আগস্ট বাম গণতান্ত্রিক জোট ও ৯ সংগঠনের আহ্বানে সারা দেশে অর্ধদিবস হরতাল সফল করার আহ্বান জানিয়ে বগুড়ায় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জ্বালানি তেল, ইউরিয়া সার ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি, গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধির পাঁয়তারা, লোডশেডিং ও রাজনৈতিক দমন-পীড়নের প্রতিবাদে এ আহ্বান জানানো হয়।
শনিবার দুপুর ১২টায় বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন বগুড়া জেলা শাখার উদ্যোগে এ মিছিল শহর প্রদক্ষিণ করে।
মিছিল শেষে পৌর পার্কের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সাম্যবাদী আন্দোলন বগুড়া জেলার সমন্বয়ক শামসুল আলম দুলু, আমিনুল ইসলাম, আব্দুল হাই প্রমুখ।
বক্তারা বলেন, নিত্যপ্রয়োজনীয় প্রতিটি জিনিসের লাগামছাড়া দামে সাধারণ মানুষ যখন দিশেহারা, তখন সরকার গত ৫ আগস্ট জ্বালানি তেলের দাম এবং ৬ আগস্ট বাসের ভাড়া বাড়িয়েছে। পণ্যপরিবহনের ভাড়া বৃদ্ধির অজুহাতে নিত্যপণ্যের বাজারে সৃষ্টি হয়েছে চরম অরাজকতা।
এর আগে, ১ আগস্ট থেকে সরকার ইউরিয়া সারের দাম বাড়িয়েছে। দেশের সার কারখানাগুলোকে আধুনিকায়নের মাধ্যমে উৎপাদন বাড়ানোর উদ্যোগ না নিয়ে সরকার আমদানি নির্ভর নীতি গ্রহণ করেছে। সরকারের এ গণবিরোধী সিদ্ধান্ত শুধু অযৌক্তিকই নয়, দেশের সংকটজর্জরিত মানুষের সঙ্গে চরম নিষ্ঠুরতা। এর বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তোলা ছাড়া এই অচলায়তন ভাঙা সম্ভব না। তাই আগামী ২৫ আগস্ট সারা দেশে অর্ধদিবস হরতাল সফল করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।
এসএ