সারাদেশ
সিরাজগঞ্জে বাসচাপায় নিহত ৩

সিরাজগঞ্জের সলঙ্গায় বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।
বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে সিরাজগঞ্জ-হাটিকুমরুল মহাসড়কের নলকা সেতুর পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুজন মহিলা ও একজন শিশু। তাদের পরিচয় জানা যায়নি।
পুলিশ জানান, যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশা সিরাজগঞ্জের দিকে যাচ্ছিল। এ সময় সিরাজগঞ্জ থেকে হাটিকুমরুলগামী একটি যাত্রীবাহী লোকাল বাস অটোরিকশাটিকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই একজন মারা যায়। সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেওয়া পর অপর দুই জন মারা যান। সূত্র: একুশে টিভি