জায়েদ খানের ডিগবাজিকে ‘বাদুড় নাচ’ মনে করেন সোহেল রানা
সামাজিক মাধ্যমে আলোচিত নাম জায়েদ খান। যেখানে যান সেখানেই তাকে ঘিরে ধরে উৎসুক জনতা। তিনিও আলোচনার এই রেশ ধরে রাখতে প্রতিনিয়ত নতুন কোনো পদ্ধতি অবলম্বন করেন। এতদিন নিজের পোশাক ও নারীসম্পর্কিত কথাবার্তা বললেও আজকাল দিচ্ছেন ডিগবাজি। সেটিও হয়েছে ভাইরাল। তবে জায়েদের এই ডিগবাজিকে ‘বাদুড় নাচ’ মনে করেন জনপ্রিয় চিত্রনায়ক সোহেল রানা।
তিনি বলেন, ‘জায়েদ খানকে নিয়ে এখন আর কথা বলতে চাই না। কারণ এখন সে আর এটার উপযুক্ত না। আমি তাকে নিয়ে যা বলতাম, এখন আর সে উপযুক্ততায় নেই। তাকে নিয়ে কথা বলে সময় নষ্ট করতে চাই না।’
এই নায়ক আরো বলেন, ‘ও (জায়েদ খান) বিভিন্ন সময় বলে যে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পাস করেছে, এটাতে আমাদের অনেক খারাপ লাগে। কখনো ওর সঙ্গে দেখা হলে বলব, তুমি এটা আর বলো না। আজ থেকে ৫৪ বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে মাস্টার্স করে বের হয়েছি। আমরা যখন ঢাবি থেকে বের হতাম তখন সবাই সম্মান করত। আর তুমি (জায়েদ খান) ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে মেয়েদের সামনে ডিগবাজি মারছো। নাচ করলে গোবিন্দের মতো নাচো, আমি তোমাকে অনার করব; কিন্তু এটা তুমি কী করছো?’
জায়েদের ডিগবাজিকে ‘বাদুড় নাচ’ মনে করেন সোহেল রানা। তিনি বলেন, ‘এগুলো তো ডিগবাজি না। ডিগবাজি এ রকম হয় না। তুমি যেটা করছ, সেটা বাদুড় নাচ।’