নির্বাচন

গাইবান্ধা-৫ আসনের নির্বাচন নিয়ে যা জানালেন ইসি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৫ আসনের নির্বাচন বন্ধের বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

শুক্রবার (৫ জানুয়ারি) রাতে এ তথ্য জানান ইসির জনসংযোগ কর্মকর্তা।

তবে এর আগে গাইবান্ধা-৫ আসনের নির্বাচন ইসি বন্ধ করেছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রচার হয়। এমন তথ্য প্রচার না করার অনুরোধ জানিয়েছে ইসি।

ইসি জানায়, গাইবান্ধা-৫ আসনের নির্বাচন বন্ধের বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এ বিষয়ে টিভিস্ক্রল বন্ধ করার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন।

এর আগে নওগাঁ-২ (পত্নীতলা ও ধামইরহাট) আসনের স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক (৮০) মারা যাওয়ায় গত ২৯ ডিসেম্বর এ আসনের ভোট স্থগিত করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা।

এই বিভাগের অন্য খবর

Back to top button