বগুড়া জেলা

বগুড়ায় বিনামূল্যে চিকিৎসা সেবা-ওষুধ পেলো ৫০০ রোগী

বগুড়ায় বেসরকারি সংস্থা হৃদস্পন্দন ফাউন্ডেশন ও রেসকিউ আওয়ার পিপল এভারের (রোপ) উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে সুজাবাদ তামিম এগ্রো চত্বরে পাঁচ শতাধিক শ্রমিকদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে।

ফ্রি মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন হৃদস্পন্দন ফাউন্ডেশনের সভাপতি ইমরান হোসেন, সাধারণ সম্পাদক চন্দ্রনা রায়,প্রচার সম্পাদক শুষান, রোপের সাধারণ সম্পাদক ও নারী উদ্যোক্তা তাহমিনা পারভীন শ্যামলী প্রমুখ।


বেসরকারি উন্নয়ন সংস্থা রোপ ও হৃদস্পন্দন ফাউন্ডেশন আয়োজনে দিনব্যাপী ৫০০ জন রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেন মেডিসিন-নিউরো স্পেশালিস্ট ডা. মো. জুবায়ের তানভীর, ডা. আক্তারুজ্জামান। অভিজ্ঞ ডাক্তারের মাধ্যমে বিনামূল্যে রোগ নির্ণয় পর হৃদস্পন্দন ও রোপের সহায়তায় অসহায় রোগীদের বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

এই বিভাগের অন্য খবর

Back to top button