
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দীনের দুইটি পুকুরে বিষ প্রয়োগ করেছে দুর্বৃত্তরা। এতে প্রায় ২০ লাখ টাকার মাছ মারা গেছে।
রোববার (৩০ নভেম্বর) রাতে কায়েতপাড়ায় এ ঘটনা ঘটে। সোমবার সকালে পুকুর তদারকির দায়িত্বে থাকা ব্যক্তি মাছ ভেসে উঠতে দেখে নাজিম উদ্দীনকে বিষয়টি জানান।
নাজিম উদ্দীন জানান, চারটি পুকুর লিজ নিয়ে পাঙ্গাস, রুই, কাতল, দেশী টেঙরা ও স্থানীয় আরও বিভিন্ন প্রজাতির মাছ চাষ করছিলেন। এতে তার প্রায় অর্ধকোটি টাকার মতো খরচ হয়েছে এবং মাছ বিক্রির উপযোগী হয়ে উঠেছিল। রাতে কে বা কারা তার চারটির মধ্যে দুটি পুকুরে বিষ প্রয়োগ করে বলে তিনি ধারণা করছেন।
আদমদীঘি থানা পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



