বগুড়ায় অসামাজিক কার্যকলাপ ম্যানেজারসহ যৌনকর্মী আটক

বগুড়ার আবাসিক বোর্ডিয়ে অভিযান চালিয়ে অনৈতিক কার্যকলাপের অভিযোগে সাফিন বোডিং ম্যানেজারসহ এক যৌনকর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার (২ নভেম্বর) রাতে আদমদীঘির সান্তাহারের সান্তাহার ফাঁড়ির ইনচার্জ আনিছুর রহমানের নেতৃত্বে তাদের আটক করা হয়। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
আটককৃতরা হলো- সফিন বোর্ডিং ম্যানেজার বগুড়ার বাদুরতলা গ্রামের শেখ ফরিদ উদ্দীন (৪০), সাফিন বোর্ডিং থেকে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার কালাপাগল বাজারের নাহার বেগম (২৮)। এ তথ্য নিশ্চিত করেছেন সান্তাহার পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনিসুর রহমান।
তিনি জানান, দীর্ঘদিন ধরে সান্তাহারের বেশকিছু বোর্ডিংয়ে মদ, জুয়া ও পতিতাবৃত্তি চালানো হচ্ছিলো। এর আগে কয়েকবার অভিযান চালালেও খবর পেয়ে আগেভাগে পালিয়ে যেত জুয়াড়ি ও যৌনকর্মীরা। এ কারণে কাউকে আটক করা সম্ভব হতো না।
তিনি আরো জানান, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সান্তাহারের সাফিন বোডিংয়ে অসামাজিক কার্যকলাপ চলাকালীন ম্যানেজার শেখ ফরিদ উদ্দিন ও এক যৌনকর্মীকে আটক করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।