সারাদেশ
গাইবান্ধার সাঘাটায় সেলফি তোলার সময় নদীতে পরে ৩ বোনের মৃত্যু

গাইবান্ধার সাঘাটায় সেলফি তোলার সময় যমুনা নদীতে পড়ে তিন বোনের মৃত্যু হয়েছে।
গতকাল বিকেলে রংপুরের কলেজছাত্রী বিথি আক্তার, তার ছোট বোন রিতু ও মামাতো বোন ফাতিমা আক্তার সাঘাটার যমুনাপাড়ে বেড়াতে যান। সেখানে সেলফি তোলার সময় পায়ের নিচের মাটি ধসে, তিনজনই নদীতে পড়ে যান।
ফায়ার সার্ভিস গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।