সারাদেশ

ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল: ব্রাক্ষণবাড়িয়ায় ভোর থেকে মাঠে থাকবে পুলিশ

কোপা আমেরিকা ফুটবল ফাইনাল খেলা রবিবার ভোরে অনুষ্ঠিত হবে। মুখোমুখি হবে ব্রাজিল-আর্জেন্টিনা এই দুই বিশ্ব ফুটবলের পরাশক্তি মধ্যে। এই দলের অসংখ্য সমর্থক রয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা জুড়ে। ঘটেছে হামলা ও পাল্টা হামলার ঘটনা।

খেলা নিয়ে এই জেলায় গ্রামীণ সংর্ঘষেরও আতঙ্ক রয়েছে। জেলা পুলিশের কাছে রয়েছে এই সংক্রান্ত আগাম গোয়েন্দা তথ্য। ফাইনাল খেলা নিয়ে কোন সংর্ঘষ ঘটনা না ঘটে তার জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করছে জেলা পুলিশ। রবিবার (১১ জুলাই) ভোর ৫টা থেকে মাঠে থাকবে পুলিশ।

এদিকে শুধু যার যার বাড়ি কিংবা বাসায় বসে খেলা দেখতে হবে। বাহির হওয়ার কোন সুযোগ নেই। চায়ের দোকান, বড় কোন স্ক্রিনে, কিংবা গণজমায়েত করে প্রকাশ্যে খেলা দেখা যাবে না। শনিবার (১০ জুলাই) দুপুরে জেলা শহরে মাইকিং করে এই সংক্রান্ত প্রচার ও প্রচারণা চালায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশ।

সদর মডেল থানা পরির্দশক (তদন্ত) কাজী মাসুদ ইবনে আনোয়ার জানান, আইনশৃঙ্খলা রক্ষায় আমাদের অবস্থান জিরো টলারেন্স। খেলা নিয়ে কোন মারামারি কিংবা ঝামেলা সৃষ্টি করার সুযোগ নাই। তাই আমরা মাইকিং করে এই সবাইকে সর্তক করেছি।

এই ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহিন জানান, ফাইনাল খেলায় গ্রামীণ সংর্ঘষের ঘটনা ঘটতে পারে আমাদের কাছে এই রকম আগাম তথ্য আছে। আমরা সেই ভাবেই ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছি। ফাইনাল খেলা কেন্দ্র করে কোন গ্রামীণ সংর্ঘষের ঘটনা না ঘটে জেলায় বিট পুলিশিং এর ১১৬টি টিম মাঠে কাজ করছে। পুলিশের পাশপাশি স্থানীয় জনপ্রতিনিধি, গণমান্য ব্যক্তিদের ও সহযোগিতা চেয়েছে পুলিশ।

উল্লেখ্য, গত ৬ জুলাই বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের দামচাইল বাজারে নোয়াব মিয়া (৬০) নামে এক ব্যক্তিকে মারধর করেন আর্জেন্টিনা সমর্থক জীবন ও তার সঙ্গীরা। এর আগে ওই দিন সকালে নোয়াব মিয়ার ভাতিজা ব্রাজিল সমর্থক রেজাউলের সঙ্গে খেলা নিয়ে জীবনের বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়। এর জেরে জীবন ও তার সঙ্গীরা রেজাউলের চাচাকে একা পেয়ে মারধর করেন। এই এই ঘটনার প্রতিবাদে ওইদিন রাতেই তিন আর্জেন্টিনা সমর্থককে মারধর করেন ব্রাজিল সমর্থকরা।

এই বিভাগের অন্য খবর

Back to top button