সারাদেশ

গরু চুরি করতে গিয়ে গ্রামবাসীর হাতে মা-মেয়ে আটক

গরু চুরি করতে গিয়ে গ্রামবাসীর হাতে আটক হয়েছেন মা ও মেয়ে। শুক্রবার (১২ ডিসেম্বর) ভোররাতে পাবনার চাটমোহর উপজেলার রামনগর গ্রাম থেকে তাদের আটক করে পুলিশে সোপর্দ করা হয়। 

আটককৃতরা হলেন— পাবনার আমিনপুর থানার চর শ্রীপুর গ্রামের ইউনুস আলীর স্ত্রী আল্লাদী খাতুন (৪০) ও তার মেয়ে শাপলা খাতুন (১৫)। 

পুলিশ ও স্থানীয়রা জানান, ভোররাতের দিকে রামনগর গ্রামের নজরুল ইসলামের গোয়াল ঘরের বাঁশের বেড়া খুলে আল্লাদী খাতুন ও তার মেয়ে শাপলা খাতুন ৩টি গরু চুরি করার চেষ্টা করে। এ সময় নজরুল ইসলাম ও তার স্ত্রী আফরোজা খাতুন বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করে। তাদের চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে আসলে আল্লাদী খাতুন ও শাপলা খাতুন বাঁচার জন্য নজরুল ইসলামের বাড়ির পাশের পুকুরে ঝাঁপ দেয়। পুকুর থেকে শাপলাকে গ্রামবাসী আটক করে থানায় খবর দিলে পুলিশ গিয়ে তাকে আটক করে। এর কিছু সময় পর গ্রামবাসী শাপলার মা আল্লাদী খাতুনকেও আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

এ বিষয়ে চাটমোহর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আনোয়ার হোসেন বলেন, এ ঘটনায় নজরুল ইসলাম বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। শনিবার (১৩ ডিসেম্বর) তাদের আদালতে সোপর্দ করা হবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button