সারাদেশ
বঙ্গোপসাগরে ধড়া পরলো ১৫০ কেজি বিরল প্রজাতির মাছ

বাগেরহাটে বঙ্গোপসাগরে জেলেদের জালে ১৫০ কেজি ওজনের বিরল প্রজাতির একটি গোলপাতা মাছ ধরা পড়েছে।
শনিবার (১১ ডিসেম্বর) সকালে বাগেরহাট শহরের কেবি মৎস্য অবতরণ কেন্দ্রে ১৩ হাজার টাকায় মাছটি ক্রয় করেন জাহিদ শেখ নামে এক মাছ ব্যবসায়ী।
ট্রলারে থাকা জেলেরা জানান, বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় বঙ্গোপসাগরে মাছ ধরার সময় মাছটি আমাদের জালে ধরা পড়ে। এত বড় মাছ এই প্রথম আমাদের জালে ধরা পড়েছে। তবে মাছ নিয়ে তীরে আসতে দেরি হওয়ায় দাম তুলনামূলক কম পেয়েছি।
জাহিদ শেখ বলেন, ডাকের মাধ্যমে মাছটি আমি ১৩ হাজার টাকা দিয়ে কিনেছি। মাছটি প্রায় ১৫ ফুট লম্বা। কেটে ২০০ টাকা কেজি দরে সদর উপজেলার ডেমা ইউনিয়নের কাশিমপুর বাজারে বিক্রি করছি। দুপুর পর্যন্ত অর্ধেকের মতো বিক্রি হয়েছে।