প্রধান খবরসারাদেশ

মাদক ব্যবসায়ীদের সাথে বন্দুকযুদ্ধে র‍্যাব সদস্যসহ গুলিবিদ্ধ ৪

কুমিল্লায় মাদক ব্যবসায়ীদের সঙ্গে গোলাগুলিতে র‍্যাবের একজন সদস্য আহত হয়েছেন। আহত র‍্যাব কর্মকর্তার নাম রুবেল হোসাইন। তিনি র‍্যাব-১১ কুমিল্লা কার্যালয়ে কর্পোরাল হিসেবে কর্মরত আছেন।

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার জোড়কানন ইউনিয়নের নালবাগ এলাকায় বৃহস্পতিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় মাদক ব্যবসায়ীদের মধ্যে তিন জন গুলিবিদ্ধ হয়েছে। এছাড়াও আরও দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার রাত ১১টা ১৫ মিনিটে র‍্যাব ১১ কুমিল্লার কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অভিযান চলাকালে হঠাৎই মাদক ব্যবসায়ীরা আমাদের লক্ষ্য করে গুলি ছোড়া শুরু করে। আত্মরক্ষার্থে আমরাও গুলি চালাই।

এ ঘটনায় আহতদের কুমিল্লা মেডিক্যাল কলেজে নেওয়া হয়েছে। রুবেলের হোসেনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button