সারাদেশ

নীলফামারীতে কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড ঘর-বাড়ি

নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি ও গোমনাতিতে কালবৈশাখী ঝড়ে প্রায় শতাধিক কাঁচাপাকা ঘর-বাড়ি লণ্ডভণ্ড হয়ে গেছে। এছাড়া ফসলেরও ব্যাপক ক্ষতি হয়েছে।

রোববার (১০ এপ্রিল) বিকেল ৪টার টার দিকে ঝড় বয়ে যায়। এতে ভেঙে পড়েছে অসংখ্য গাছপালা। একইসঙ্গে শিলাবৃষ্টি হয়েছে।

এক কৃষক বলেন, ‘ঝড়ে আমার ভুট্টা ও মরিচ খেত একেবারে নষ্ট হয়ে গেছে। ধানের খেতেরও ব‌্যাপক ক্ষতি হয়েছে।’

চিলাহাটি বাজারের এক ব্যবসায়ী বলেন, ‘কালবৈশাখীর তাণ্ডবে বাজারের বেশ কিছু দোকান ভেঙে পড়েছে। বড় কয়েকটি গাছ উপড়ে রাস্তায় পড়েছে।’

ডোমার উপজেলা কৃষি কর্মকর্তা আনিছুজ্জাজামান বলেন, ‘কালবৈশাখী ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ফসলের মাঠে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা কাজ করছেন। ক্ষতির পরিমাণ নির্ধারণের পাশাপাশি তারা কৃষকদের পরামর্শ দিচ্ছেন।’

এই বিভাগের অন্য খবর

Back to top button