প্রধান খবরসারাদেশ

সীতাকুণ্ডে আগুন: ফায়ার সার্ভিসের ৫ কর্মীসহ নিহত ২৪

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে আগুনে এখন পর্যন্ত ২৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ফায়ার সার্ভিসের পাঁচ কর্মী আছেন।

ফায়ার সার্ভিস জানায়, শনিবার (৪ জুন) রাত সাড়ে ১০টার দিকে, ডিপোর কনটেইনারের রাসায়নিক থেকে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এসময় চারদিকে আগুন ছড়িয়ে পড়লে, ২১ জন ফায়ার সার্ভিসকর্মী এবং ১০ পুলিশ সদস্যসহ দেড় শতাধিক মানুষ দগ্ধ ও আহত হন। 

তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সাতজন মারা যান। 

এদিকে ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট এখনও আগুন নেভানোর কাজ করছে। এই ঘটনায় আহত পুলিশ সদস্য তুহিনের পা বিচ্ছিন্ন হয়ে গেছে। তুহিনসহ দুইজনকে আনা হয়েছে ঢাকার পঙ্গু হাসপাতালে।

আহত হয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন দেড়শরও বেশি মানুষ। 

এই বিভাগের অন্য খবর

Back to top button