সারাদেশ

এবার ফেরিতে আগুন

শিমুলিয়া ঘাট থেকে ছেড়ে যাওয়া একটি ফেরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

দুর্ঘটনা কবলিত ফেরিটির নাম ফেরি রোকেয়া।

শনিবার (১১ জুন) সকাল সোয়া ৫টার দিকে মাঝিরকান্দি চ্যানেলে এ দুর্ঘটনা ঘটে।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) ফয়সাল আহমেদ জানান, যাত্রী ও যানবাহন নিয়ে ফেরি রোকেয়া শিমুলিয়া ঘাট থেকে মাঝিরকান্দি যাচ্ছিল। মাঝিরকান্দি চ্যানেলে প্রবেশের পর ফেরির একটি কক্ষে আগুন লেগে যায়। তাৎক্ষণিকভাবে ফেরির পাম্পের পানি দিয়ে আগুন নেভানো হয়। ফেরির ওই কক্ষের বিছানা, আসবাবপত্র পুড়ে যায়।

শিমুলিয়া ঘাটের বিআইডব্লিউটিসির উপমহাব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান, ফেরি মাঝিরকান্দি ঘাটে গিয়ে আনলোড করেছে। সেটি আবার যাত্রী ও যানবাহন নিয়ে শিমুলিয়া ঘাটেও এসেছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button