সারাদেশ

হাসপাতালে স্ত্রী’র লাশ রেখে পালান স্বামী

রাজধানীর দক্ষিণখানে ইফাত শরীফ মিশু (৩২) নামের এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে। পরে তার স্বামী লাশ হাসপাতালে রেখে পালিয়ে যায় বলে পুলিশ জানিয়েছে। 

সোমবার (১৩ জুন) বিকেলে ওই নারীকে অচেতন অবস্থায় ঢাকা মেডিক‌্যাল কলেজে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

নিহতের স্বজন জানান, সোমবার দুপুরের পর নুর আলম ফোন করে জানায়; মিশু গলায় ফাঁস দিয়েছে। তাকে উদ্ধার করে কাকরাইল একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আমরা সেখানে যাওয়ার আগে মিশুকে রেখে পালিয়ে যায় নূর। পরে তাকে ঢাকা মেডিক‌্যালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সে গলায় ফাঁস দিয়েছে, এটা আমাদের বিশ্বাস হয় না। তাকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হতে পারে।

নিহতের খালু ফিরোজ আলম গণমাধ্যমের কাছে অভিযোগ করে বলেন, মিশুর সঙ্গে ছয় বছর আগে নূরে আলমের বিয়ে হয়। তাদের এক ছেলে ও এক মেয়ে আছে। বিয়ের পর থেকেই বিভিন্ন মেয়ের প্রতি আসক্ত হয়ে পড়ে নূর। আরও একটি বিয়েও করেন। অবশ্য ওই মেয়েকে ডিভোর্স দেন। এরপর আবার ওই মেয়ের কাছে গিয়ে থাকতে শুরু করেন নূর। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ শুরু হয়। মূলত এ কারণেই মিশুকে হত্যা করা হতে পারে। 

এই বিভাগের অন্য খবর

Back to top button