সারাদেশ
গোবিন্দগঞ্জে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ২ আরোহী নিহত

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই আরোহী নিহত হয়েছেন।
রোববার বিকেলে উপজেলার গোবিন্দগঞ্জ-ফুলপুকুরিয়া সড়কের গুমানীগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জয়পুরহাটের কালাই উপজেলার ভিটাপাড়া গ্রামের ইয়াকুব আলীর ছেলে ৪০ বছর বয়সী আমিরুল ইসলাম ও গোবিন্দগঞ্জ উপজেলার আমতলা গ্রামের বাদশা মিয়ার ছেলে ৩০ বছরের মমিন সরকার।
পুলিশ জানান, গোবিন্দগঞ্জ থেকে মোটরসাইকেলে ফুলপুকুরিয়ার দিকে যাচ্ছিলেন আমিনুল। গোবিন্দগঞ্জ-ফুলপুকুরিয়া সড়কের গুমানীগঞ্জ এলাকায় পৌঁছালে বিপরীত থেকে আসা মমিনের মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান মমিন। গুরুতর অবস্থায় আমিরুলকে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।