সারাদেশ

পদ্মা সেতুতে পিকআপ উল্টে নিহত ২

পদ্মা সেতুতে নিয়ন্ত্রণ হারিয়ে অক্সিজেন সিল্ডিন্ডার বোঝাই পিকআপ উল্টে ২ জন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছে আরও তিনজন।

রোববার (১৭ জুলাই) রাত ১০টার দিকে সেতুর মুন্সিগঞ্জ অংশে ১৩ নং পিয়ারের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুইজনের নাম মোঃ রাজু খন্দকার ও মোঃ কাউসার।

এদিকে গুরুতর অবস্থায় নারী, শিশুসহ ৩ জনকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ঢাকায় পাঠানো হয়েছে।

পদ্মা সেতুর উত্তর থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জানান, মোট ৫ জনকে হাসপাতালে নিয়ে আসা হয়, যার মধ্যে ঘটনাস্থলেই ২জনের মৃত্যু হয়েছে। অপর তিনজন শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছেন। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজধানীর মিটফোর্ড হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button