সারাদেশ
পদ্মা সেতুতে পিকআপ উল্টে নিহত ২

পদ্মা সেতুতে নিয়ন্ত্রণ হারিয়ে অক্সিজেন সিল্ডিন্ডার বোঝাই পিকআপ উল্টে ২ জন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছে আরও তিনজন।
রোববার (১৭ জুলাই) রাত ১০টার দিকে সেতুর মুন্সিগঞ্জ অংশে ১৩ নং পিয়ারের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুইজনের নাম মোঃ রাজু খন্দকার ও মোঃ কাউসার।
এদিকে গুরুতর অবস্থায় নারী, শিশুসহ ৩ জনকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ঢাকায় পাঠানো হয়েছে।
পদ্মা সেতুর উত্তর থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জানান, মোট ৫ জনকে হাসপাতালে নিয়ে আসা হয়, যার মধ্যে ঘটনাস্থলেই ২জনের মৃত্যু হয়েছে। অপর তিনজন শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছেন। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজধানীর মিটফোর্ড হাসপাতালে প্রেরণ করা হয়েছে।