সারাদেশ

ধর্ষণের ফলে ৫ম শ্রেণির ছাত্রী অন্তঃসত্ত্বা, বৃদ্ধ গ্রেপ্তার

পঞ্চম শ্রেনীর এক ছাত্রীকে (১১) ধর্ষণের অভিযোগে ৬০ বছর বয়সী এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৬ আগস্ট) মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের খাসেরচর গ্রামে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের হুয়ার পরপরই অভিযুক্ত মোহন মোল্লাকে (৬০) নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। 

রোববার (৭ আগস্ট) আসামীকে মানিকগঞ্জ চীফ জুটিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক তাকে জেল হাজতে প্রেরনের আদেশ দেন। 

পুলিশ জানান, শনিবার বিকেলে থানায় অভিযোগ পেয়ে রাতেই অভিযান করে মোহন মোল্লাকে গ্রেপ্তার করা হয়। পরে বিচারক আসামীকে জেল হাজতে পাঠান।  

জানা গেছে, আরও ৫-৬ মাস আগে মোহন মোল্লা ওই ছাত্রীকে ফুসলিয়ে খাসের চর বাজারে একটি টিনের দোকানের ছাদে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণ করে। এতে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। 

গত ২৮ জুলাই একটি বেসরকারি হাসপাতালের ডাক্তারের রিপোর্ট অনুযায়ী ভুক্তভোগী ওই শিশুর গর্ভে ভ্রূণের বয়স ২৪ সপ্তাহ ১ দিন বলে জানা যায়। 

এই বিভাগের অন্য খবর

Back to top button