সারাদেশ
অন্তঃসত্ত্বা নারীর মরদেহ ফেলে পালিয়ে গেছেন ২ যুবক

ঢাকা মেডিকেল হাসপাতালে অন্তঃসত্ত্বা নারীর মরদেহ ফেলে পালিয়েছেন দুই যুবক।
সোমবার (৮ আগস্ট) দিবাগত রাতে ঘটনাটি ঘটে।
জানা গেছে, রাত আনুমানিক সাড়ে ১২টা থেকে একটার মধ্যে দুই যুবক ওই অন্তঃসত্ত্বা নারীকে জরুরি বিভাগে নিয়ে আসেন। এরপর টিকিট আনার কথা বলে পালিয়ে যান তারা।
নারীর পরিচয় পাওয়া যায়নি, তার বয়স আনুমানিক ২২ থেকে ২৫ বছর হবে। নারীর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
যখন ওই নারীকে নিয়ে আসা হয় তখন তার নাক দিয়ে রক্ত ঝরছিল। হাসপাতালের ওয়ার্ড মাস্টার জিল্লুরের সহযোগিতায় ওই নারীকে চিকিৎসকের শরণাপন্ন করা হয়, কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন।
পুলিশ জানান, নারীর মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি শাহবাগ থানায় জানানো হয়েছে। এখনো পর্যন্ত কেউ তার খোঁজ নিতে আসেনি।