সারাদেশ

চাকরি না পেয়ে ফেসবুক লাইভে এসে সব সনদ ছিঁড়লেন যুবক

নীলফামারীতে চাকরি না পাওয়ায় বাদশা মিয়া নামের যুবক সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে একাডেমিক সব সনদ ছিঁড়ে ফেলেছেন। গতকাল সোমাবার দুপুরে ফেসবুক লাইভে এসে সনদগুলো ছিঁড়ে ফেলেন তিনি।

বাদশা মিয়া নামের ওই যুবক ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নের সুন্দরখাতা গ্রামের মহুবর রহমানের ছেলে। ছয় ভাই-বোনের মধ্যে বড় তিনি। পরিবারের একমাত্র উপার্জনের ব্যক্তি অসহায় বাবা মহুবার রহমান।

জানা যায়, বাদশা পাঙ্গা চৌপতি আব্দুল মজিদ দাখিল মাদ্রাসা থেকে ২০০৭ সালে দাখিল, ২০০৯ সালে সোনাখুলি মুন্সিপাড়া থেকে আলিম এবং ২০১৪ সালে নীলফামারী সরকারি কলেজ থেকে পদার্থ বিজ্ঞানে স্নাতক সম্পন্ন করেন।

ফেসবুক লাইভে এসে বাদশা মিয়া বলেন, ‘আমার স্বপ্ন ছিল পড়াশোনা শেষ করে একটি চাকরি করবো কিন্তু যোগ্যতা হোক আর অযোগ্যতায় হোক আমি কিছু করতে পারিনি। এই সার্টিফিকেটের কারণে আমাকে বিভ্রান্ত হতে হয়। এই সার্টিফিকেটের কারণে সব কাজ করতে পারি না আমি। যে কারণে আমার শিক্ষার এই অর্জন সনদগুলো ছিঁড়ে ফেলতে বাধ্য হচ্ছি।’

ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, ‘চাকরি না পেয়ে হতাশ হয়ে বাদশা এই কাজ করেছেন।

তিনি আরও বলেন, আমি চেষ্টা করবো যুব উন্নয়ন অধিদপ্তর থেকে তাঁকে প্রশিক্ষণ দেওয়ার এবং সেখান থেকে ঋণ নিয়ে তিনি যেনো কিছু একটা করতে পারেন।’

এই বিভাগের অন্য খবর

Back to top button