সারাদেশ
বরগুনায় বাসচাপায় দুই ভাই নিহত

বরগুনার আমতলীতে বাসচাপায় ভাঙারি ব্যবসায়ী দুই ভাই নিহত হয়েছেন।
সোমবার (২৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের কেওড়াবুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আলম আকন (৩০) ও তার ছোট ভাই মো. আব্দুল্লাহ (১৭)।
জানা গেছে, সকালে ব্যাটারিচালিত ভ্যানগাড়িতে করে ভাঙারি মালামাল নিয়ে বরিশাল যান আলম ও আব্দুল্লাহ। সন্ধ্যায় বাড়ি ফেরার পথে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের কেওয়াবুনিয়া নামক স্থানে ঢাকাগামী রোমার-সোনালি পরিবহনের একটি বাস ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই ভাই নিহত হন।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান বলেন, ‘নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ঘাতক বাসটি জব্দ করেছে পুলিশ। তবে চালক ও হেলপার পালিয়ে গেছেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।’