সারাদেশ
বিজিবির বাসের ধাক্কায় লেগুনার ৩ যাত্রী নিহত

কক্সবাজারের চকরিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বাসের ধাক্কায় লেগুনার তিন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন চারজন।
শনিবার (৪ মার্চ) সকাল প্রায় পৌনে ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার সিটি গেইট থেকে ৫০ গজ দক্ষিণে এ ঘটনা ঘটে।
জানা গেছে, কক্সবাজারগামী বিজিবির বাসটি সামনে থাকা একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা একটি লেগুনাকে ধাক্কায় দেয়। এতে লেগুনাটির ছাদ পুরোপুরি খুলে যায়। এতে তিনজন মারা যান।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের এক কর্মকর্তা বলেন, মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।