
বগুড়ায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের করা মামলার এজাহারনামীয় পলাতক আসামী ও আদমদিঘী উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মো. আব্দুস সালাম (৬০) গ্রেফতার হয়েছেন।
ডিবি পুলিশ জানায়, সোমবার (২২ অক্টোবর ২০২৫) বেলা আনুমানিক ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম সদর থানাধীন জলেশ্বরীতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
গ্রেফতারকৃত আব্দুস সালাম আদমদিঘী উপজেলার ভেনলা গ্রামের মৃত খয়ের উদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, জুলাই আন্দোলনের সময় ছাত্র ও সাধারণ জনতাদের উপর হামলা, হত্যা ও নিপীড়নের অভিযোগে তার বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়। মামলাটি বর্তমানে তদন্তাধীন এবং বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।
ডিবি পুলিশের এক কর্মকর্তা জানান, অভিযুক্ত দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় জড়িত অন্য পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।



