বগুড়ায় তথ্য অধিকার নিয়ে ধারণা পেলেন ২০০ নারী শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক: তথ্যের অবাধ প্রবাহ এবং দুর্নীতি প্রতিরোধে সুশাসন প্রতিষ্ঠায় তথ্য অধিকার আইন, ২০০৯ সম্পর্কে তরুণ নারী শিক্ষার্থীদের সচেতন করতে দিনব্যাপী এক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে বগুড়ায়। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), বগুড়ার উদ্যোগে সরকারি মজিবর রহমান ভান্ডারী মহিলা কলেজে এই সচেতনতামূলক কর্মসূচি আয়োজন করা হয়।
বুধবার (১৯ নভেম্বর) সকাল ১০টার দিকে কলেজ মিলনায়তনে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো: বেল্লাল হোসেন।
এসময় উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো: আব্দুস ছাবুর খন্দকার, সনাক বগুড়া’র সভাপতি অধ্যাপক মো: ওসমান গনি, সনাক সদস্য হোসনে আরা হায়দার ও নাসিমা আক্তার সহ টিআইবি-সনাক এর ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপের সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও বিপুল সংখ্যক শিক্ষার্থী। কর্মসূচির সার্বিক সমন্বয়ের দায়িত্বে ছিলেন টিআইবি’র এরিয়া কোঅর্ডিনেটর মো. মঞ্জুর হোসেন।
ক্যাম্পেইন চলাকালে অন্তত ২০০ নারী শিক্ষার্থীদের তথ্য অধিকার আইন ২০০৯, এর উদ্দেশ্য এবং গুরুত্ব সম্পর্কে ধারণা দেওয়া হয়। আইনটি প্রয়োগ করে কিভাবে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান থেকে তথ্য চেয়ে আবেদন করতে হয়, সেই প্রক্রিয়া হাতে-কলমে শেখানো হয়।
আগ্রহী শিক্ষার্থীদের মধ্যে অনেকে তাৎক্ষণিক সংশ্লিষ্ট কোনো প্রতিষ্ঠানে তথ্য চেয়ে আবেদন পূরণে সহযোগিতা লাভ করেন। নাগরিক সচেতনতা বৃদ্ধির জন্য শিক্ষার্থীদের মধ্যে তথ্য অধিকার আইনের প্রয়োজনীয়তা তুলে ধরে লিফলেট ও আবেদন পত্র বিতরণ করা হয়।
এছাড়া, এই আইন বিষয়ক একটি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যেখানে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
ক্যাম্পেইনে অংশ নেওয়া তরুণ নারী শিক্ষার্থীরা জানান, তাদের মধ্যে অধিকাংশই প্রথমবারের মতো এ আইন সম্পর্কে বিস্তারিত ধারণা পেলেন। অনেকে আইনের নাম শুনলেও কিভাবে এর প্রয়োগ করা যায় এবং এর মাধ্যমে কিভাবে সুফল পাওয়া সম্ভব, সে সম্পর্কে তারা স্পষ্ট ধারণা পেয়েছেন।



