বগুড়া জেলা
প্রধান খবর

বগুড়ায় অনুমোদনহীন ড্রোন ও লেজার ব্যবহারে আইনগত ব্যবস্থা নেয়ার হুশিয়ারি প্রশাসনের

বগুড়ায় এরুলিয়া এয়ারফিল্ডের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এমন একাধিক কর্মকাণ্ড সম্প্রতি প্রশাসনের নজরে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট তৈরির নাম করে বেসরকারিভাবে ড্রোন ওড়ানো, লেজার লাইট নিক্ষেপ এবং রানওয়ের উপর ঘুড়ি ওড়ানোর মতো কর্মকাণ্ড দেখা গেছে, যা গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তার জন্য গুরুতর হুমকি সৃষ্টি করছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বগুড়ার ক্যান্টনমেন্ট, এয়ারফিল্ড এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা (KPI) এর ওপর দিয়ে কোনো ধরনের অনুমোদন ছাড়া ড্রোন বা ড্রোনসমজাতীয় যন্ত্র উড়ানো কঠোরভাবে নিষিদ্ধ।

প্রশাসন স্পষ্টভাবে হুঁশিয়ার করেছে, এ ধরনের নিষিদ্ধ কর্মকাণ্ড অব্যাহত থাকলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সঙ্গে সঙ্গে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেলা প্রশাসন জনগণকে সতর্ক ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে বলেছে, গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা রক্ষায় সবাইকে সচেতনভাবে সহযোগিতা করতে হবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button