দিবসবগুড়া জেলা
প্রধান খবর

বগুড়ায় বেগম রোকেয়া দিবস পালন- অদম্য ১০ নারীকে সম্মাননা

নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি প্রতিপাদ্য নিয়ে বগুড়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ে অদম্য ১০ নারীকে ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান।

মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক তাঞ্জিমা আখতার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মেজবাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আসাদুজ্জামান, জাতীয় মহিলা সংস্থা জেলা কর্মকর্তা শফিকুল ইসলাম, লাইট হাউজের কর্মকর্তা ওয়াহিদা ইয়াসমিন।

অদম্য নারীদের পক্ষ থেকে বক্তব্য দেন, এস.এ.এম মাহমুদা খাতুন, মোছাঃ সাবিনা ইয়াসমিন, মোছাঃ জিনাত রেহেনা, মোছাঃ নাজনীন আকতার ও মোছাঃ আরফিনা হোসেন।

বক্তারা বলেন, বেগম রোকেয়া শুধু একজন সাহিত্যিক নন, ছিলেন নারী জাগরণের পথপ্রদর্শক। তিনি চেয়েছিলেন শিক্ষা, অর্থনীতি, কর্মক্ষেত্রসহ জীবনের প্রতিটি স্তরে নারীরা সমান অধিকার নিয়ে এগিয়ে যাবে। আজ নারীরা দক্ষতা, যোগ্যতা এবং দায়িত্বশীলতায় বহু ক্ষেত্রে সফলতার ছাপ রেখেছে।

তবে বক্তারা আরও উল্লেখ করেন, নারী উন্নয়ন এগিয়ে গেলেও নারীর সুরক্ষা ও নিরাপত্তা এখনো চ্যালেঞ্জের মুখে। ঘরে-বাইরে নানা ধরনের নির্যাতন ও সহিংসতার শিকার হচ্ছেন নারীরা। তাই সামাজিক দৃষ্টিভঙ্গির উন্নয়ন, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ডিজিটাল মাধ্যমে হয়রানি প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।

এই বিভাগের অন্য খবর

Back to top button