বগুড়ায় ২৪ লক্ষাধিক টাকার তেলসহ ছিনতাই হওয়া ট্রাক উদ্ধার

বগুড়া-ঢাকা মহাসড়কে ছিনতাই হওয়া একটি ট্রাক দ্রুত তৎপরতায় উদ্ধার করেছে শেরপুর হাইওয়ে পুলিশ। উদ্ধার হওয়া ট্রাক থেকে ৭০ ব্যারেল সয়াবিন তেল পাওয়া যায়, যার বাজারমূল্য প্রায় ২৪ লক্ষ টাকা।
মঙ্গলবার (৯ ডিসেম্বর ২০২৫) ভোর সাড়ে ৪টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোনের মাধ্যমে হাইওয়ে ক্যাম্পের সার্জেন্ট মাসুদ রানা ঘটনাটির খবর পান। জানানো হয়, একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-২০-৪৪৯৯) মহাসড়কে ছিনতাই হয়েছে।
সংবাদ পেয়ে সাথে সাথে হাইওয়ে পুলিশ রাস্তায় অভিযানে নামে এবং কিছুক্ষণ পর ছিনতাই হওয়া ট্রাক শনাক্ত করে। তবে গাড়িটি থামানোর চেষ্টা করলে ট্রাকে থাকা দুষ্কৃতিকারীরা পুলিশকে চাপা দেওয়ার চেষ্টা করে দ্রুত পালানোর চেষ্টা করে। পরিস্থিতি বুঝে পুলিশ নিরাপদ দূরত্ব বজায় রেখে ধাওয়া চালাতে থাকে।
এক পর্যায়ে পুলিশের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারীরা ট্রাকটি ফেলে রেখে পালিয়ে যায়। পরে পুলিশ ট্রাকটি হেফাজতে নেয় এবং তল্লাশি চালিয়ে ৭০ ব্যারেল সয়াবিন তেল উদ্ধার করে।
হাইওয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ট্রাক ছিনতাইয়ের ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং পালিয়ে যাওয়া দুষ্কৃতিকারীদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।



