গাবতলী উপজেলাবগুড়া জেলা
প্রধান খবর

বগুড়ার গাবতলীতে ছুরিকাঘাতে সাপুড়ে নিহত, আহত ২

বগুড়ার গাবতলী উপজেলার নারুয়ামালা ইউনিয়নের বেদে পল্লিতে দুর্বৃত্তদের হামলায় শাকিল (২৫) নামে এক সাপুড়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন, যাদের মধ্যে একজন নারীও রয়েছেন।

ঘটনাটি নিশ্চিত করেছেন গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিছুর রহমান।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে প্রথম হামলার সূত্রপাত হয়। এরপর বুধবার সকালেও একদল দুর্বৃত্ত বেদে পল্লিতে ঢুকে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালালে তিনজন আহত হন।

আহতদের স্থানীয়রা উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শাকিলের মৃত্যু হয়। অপর দুইজন হাসপাতালে চিকিৎসাধীন।

এদিকে ওসি আনিছুর রহমান বলেন, খবর পাওয়ার পরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। হামলার প্রকৃত কারণ উদঘাটনে কাজ চলছে। খুব দ্রুতই জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button