
বগুড়ার শেরপুর ক্রিকেট খেলোয়াড় কল্যাণ সমিতি আয়োজিত নাবিল গ্রুপ এন্ড ফুডেলার সৌজন্যে শেরপুর প্রিমিয়ার ক্রিকেট লীগের উদ্বোধনী খেলায় স্মাৰ্ট কোডকা টাইটানস্ ক্রিকেট টিম ৭ উইকেটে রাকিব- সাকিব হিমাগার দলকে পরাজিত করেছে।
শনিবার সকালে শেরপুর ডিজে হাই স্কুল মাঠে বেলুন ফেস্টুন উড়িয়ে ক্রিকেট লিগের উদ্বোধন ঘোষণা করেন শহীদ চান্দু স্টেডিয়ামের ভেনু ম্যানেজার জামিলুর রহমান জামিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য খালেদ মাহমুদ রুবেল , ক্রীড়া সংগঠক ফাহমিদুন নবী পাভেল। লীগ কমিটির আহবায়ক মো: রুমেন আলীর সভাপতিতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আহসান হাবীব কানন, রেদওয়ানুল ইসলাম স্বাধীন, হাবিব ,তাওহীদ ,মেহেদী প্রমুখ।
উদ্বোধনী খেলায় রাকিব সাকিব হিমাগার ক্রিকেট টিম টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ২০ওভারে ৯৪ রান সংগ্রহ করে। জবাবে স্মার্ট কোডকা টাইটানস্ ক্রিকেট টিম ১০ ওভারে তিন উইকেটের বিনিময়ে ৯৮ রান করে খেলায় জয় লাভ করে ।
খেলার ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় রাব্বি। এই ক্রিকেট লীগে ছয়টি দল রাউন্ড রবীন লীগ পদ্ধতিতে একে অপরের সঙ্গে খেলায় অংশগ্রহণ করবে। চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল কে নগদ প্রাইস মানি ও ট্রফি প্রদান করা হবে।



