
বগুড়ার ধুনটে ইলেকট্রনিক্স ব্যবসায়ী রহমত আলী তালুকদারকে পিটিয়ে হত্যার ঘটনায় মূলহোতা হিসেবে অভিযুক্ত রুবিয়া খাতুনকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (রাত) গোপন সংবাদের ভিত্তিতে ধুনট উপজেলার জোলাগাতী গ্রামের মাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা ধুনট থানার এসআই হায়দার আলী।
পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, গ্রেফতার রুবিয়া খাতুন ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মৃত জুব্বার শেখের স্ত্রী। নিহত রহমত আলী তালুকদার একই গ্রামের মৃত ফরহাদ হোসেনের ছেলে এবং স্থানীয়ভাবে একজন ইলেকট্রনিক্স ব্যবসায়ী ছিলেন।
গ্রামবাসীদের সঙ্গে বিভিন্ন সামাজিক বিরোধ মীমাংসায় সালিশ বৈঠক করতেন রহমত আলী তালুকদার। এরই ধারাবাহিকতায় সম্প্রতি মৃত জুব্বার শেখের পরিবারের জমিজমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য একটি সালিশ বৈঠক করেন তিনি। ওই বৈঠকে ন্যায় বিচার পাননি বলে অভিযোগ করেন রুবিয়া খাতুন। এতে রহমত আলীর ওপর ক্ষুব্ধ হয়ে ওঠেন তিনি ও তার পরিবারের সদস্যরা।
ঘটনার দিন গত বছরের ৯ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফিরছিলেন রহমত আলী তালুকদার। পথিমধ্যে রুবিয়া খাতুনের বাড়ির সামনে পৌঁছালে তাকে আটক করে রুবিয়া ও তার সহযোগীরা মারধর করেন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল (শজিমেক)-এ ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে তিনি মারা যান।
এ ঘটনায় নিহতের স্ত্রী কহিনুর খাতুন গত বছরের ১০ অক্টোবর ধুনট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় রুবিয়া খাতুন, তার ছেলে জুয়েল শেখসহ মোট নয়জনকে আসামি করা হয়।
তদন্তকারী কর্মকর্তা এসআই হায়দার আলী জানান, শুক্রবার রাতে অভিযান চালিয়ে প্রধান আসামি রুবিয়া খাতুনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, মামলার বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।



