দুপচাঁচিয়া উপজেলাবগুড়া জেলা
প্রধান খবর

দুপচাঁচিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

বগুড়ার দুপচাঁচিয়ায় সড়ক দুর্ঘটনায় পারভেজ প্রাং (২৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

সোমবার (১২ জানুয়ারি) সকাল ১১টার দিকে বগুড়া-নওগাঁ সড়কের দুপচাঁচিয়া মেইল বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত পারভেজ প্রাং বগুড়ার শিবগঞ্জ উপজেলার আটমল কুড়াহার গ্রামের পারল প্রাংয়ের ছেলে। তিনি কাহালু উপজেলার বীরকেদার এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস করতেন এবং আজাদ পাল্প অ্যান্ড পেপার মিলের শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, পারভেজ মোটরসাইকেলযোগে পেপার মিল থেকে দুপচাঁচিয়ার দিকে আসছিলেন। মেইল বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে নওগড়া থেকে বগুড়াগামী একটি পিকআপ তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর পিকআপটি দ্রুত স্থান ত্যাগ করে।

খবর পেয়ে দুপচাঁচিয়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেন।

দুপচাঁচিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাসিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button