
বগুড়া পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী মোঃ নূরনবী শামীম (৪৪) হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। আজ সকাল ১০টার দিকে বগুড়ার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
ইঞ্জিনিয়ার নূরনবী শামীমের গ্রামের বাড়ি বগুড়ার শেরপুর উপজেলায়। তিনি বর্তমানে বগুড়া শহরের এসপি বাংলোর পাশ এলাকায় বসবাস করছিলেন।
তার মৃত্যুতে বগুড়া পৌরসভায় শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় আজ বগুড়া পৌরসভার সকল ধরনের দাপ্তরিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে আগামীকাল থেকে পৌরসভার কার্যক্রম যথারীতি চালু থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
সহকর্মীরা জানান, ইঞ্জিনিয়ার নূরনবী শামীম ছিলেন একজন দায়িত্বশীল, সৎ ও নিষ্ঠাবান কর্মকর্তা। তার অকাল মৃত্যুতে বগুড়া পৌরসভা একজন দক্ষ ও অভিজ্ঞ প্রকৌশলীকে হারালো।
আজ জোহর নামাজের পর বগুড়া পৌরসভা প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।
ইঞ্জিনিয়ার নূরনবী শামীমের মৃত্যুতে বগুড়া পৌরসভাসহ বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে।



