খেলাধুলাবগুড়া জেলা
প্রধান খবর

বগুড়া জেলা কিউট হ্যান্ডবল লিগের উদ্বোধন, প্রথম ম্যাচে নিশিন্দারার জয়

বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সহযোগিতায় এবং বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বগুড়া জেলা কিউট হ্যান্ডবল লিগ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। শহীদ চান্দু স্টেডিয়াম সংলগ্ন ফুটবল মাঠে আয়োজিত এই লিগের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উৎসবমুখর পরিবেশে।

উদ্বোধনী ম্যাচে নিশিন্দারা ফকির উদ্দিন হ্যান্ডবল দল ১৪-৭ গোলে পুলিশ লাইন্স হ্যান্ডবল দলকে পরাজিত করে জয় তুলে নেয়।

বেলুন ও ফেস্টুন উড়িয়ে লিগের উদ্বোধন করেন বগুড়ার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুসাদ্দেক আজিজ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি কমিশনার মাসুদ রানা, সহকারী কমিশনার শেখ মো. মেজবাহ রহমান এবং বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের টেকনিক্যাল কমিটির যুগ্ম সদস্য সচিব সাঈদ আহমেদ।

বগুড়া জেলা ক্রীড়া অফিসার আকরাম হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য খালেদ মাহমুদ রুবেল, মমিনুর রশিদ শাহিন, মাহফুজুল হক এবং শহীদ চান্দু স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জামিল।

আয়োজকরা জানান, এবারের লিগে মোট ১০টি দল অংশগ্রহণ করছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button