বগুড়া সদর উপজেলা
প্রধান খবর

বগুড়ায় ভোজ্য ডালে ক্ষতিকারক রঙের উপস্থিতি: ৪ দোকানে জরিমানা

সাধারণ মানুষের নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য মুগডালে ক্ষতিকারক রঙের উপস্থিতি পাওয়ায় বগুড়ায় চারটি ব্যবসা প্রতিষ্ঠানে মোট এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ দল।

রবিবার বিকেলে শহরের ডালপট্টি এলাকায় পরিচালিত অভিযানে এসব দোকানে বিক্রিত মুগডালে মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর কেমিক্যাল রঙ পাওয়া যায়।

ব্যবসায়ীরা দাবি করেন, তারা এসব ডাল রাজশাহীর বানেশ্বর এলাকা থেকে পাইকারিভাবে ক্রয় করেছেন। যদি রঙ মেশানো হয়ে থাকে, তা আমদানিকারক বা সরবরাহকারী পর্যায়েই হয়েছে বলে জানান তারা।

অভিযানের নেতৃত্বে থাকা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক মেহেদী হাসান জানান, অভিযানে চার দোকানে ক্ষতিকারক রঙের উপস্থিতি পাওয়া যায়। দুই দোকানে ৩০ হাজার করে এবং দুই দোকানে ২০ হাজার করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ব্যবসায়ীদের সতর্ক করে রবিবার সন্ধ্যার মধ্যেই রঙ মেশানো ডাল সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়।

অভিযান চলাকালে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা ক্ষতিকর রঙযুক্ত ডালের বস্তাগুলো একত্রিত করে আমদানিকারক প্রতিষ্ঠানে ফেরত পাঠানোর উদ্যোগ নেন।

জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল বলেন, অভিযানে যে রঙ পাওয়া গেছে, তা মানবস্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। ভবিষ্যতে কেউ এমন ভেজাল বা ক্ষতিকারক উপাদান ব্যবহার করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

অভিযানে কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেছা এবং জেলা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button