বগুড়া সদর উপজেলা
প্রধান খবর

বগুড়ায় গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী আটক

নিজস্ব প্রতিবেদক: বগুড়া শহরে আরিফা আকতার শম্পা (১৯) নামে এক গৃহবধূর মৃত্যুর ঘটনায় স্বামী রিয়াজুল জান্নাত নাফিসকে আটক করেছে পুলিশ। রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের কৈ পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

শম্পার স্বজনদের দাবি, রিয়াজুল তার স্ত্রীকে হত্যা করেছে। ঘটনার পর এলাকাবাসী ও শম্পার স্বজনেরা রিয়াজুলকে আটক করলে পুলিশ নিজেদের হেফাজতে নেয়।

শম্পা কাহালু উপজেলার মুরইল পোড়ামারা গ্রামের আনোয়ারুল ইসলামের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রেমের সম্পর্কের সূত্র ধরে প্রায় তিন মাস আগে শম্পা বাড়ি থেকে পালিয়ে এসে বিয়ে করে রিয়াজুল জান্নাতকে। বিয়ের পর তারা শহরের কৈ পাড়ায় একটি বাড়ি ভাড়া নিয়ে বসবাস শুরু করে। আজকে সন্ধ্যায় শম্পার স্বজনেরা এ ভাড়া বাড়িতে এসে মেয়ের লাশ দেখতে পান।

স্বজনদের অভিযোগ, বিয়ের কিছু দিন পর থেকে রিয়াজুল যৌতুকের জন্য শম্পাকে চাপ দিতে থাকে। এ জন্য শম্পাকে মারধরও করেছেন তিনি। আজ সন্ধ্যায় শম্পার ফোন আসে তার বাবার মোবাইলে। ফোনে শম্পা জানান, তাকে মেরে ফেলা হচ্ছে। এমন খবর পেয়ে তারা এসে শম্পাকে মৃত অবস্থায় পায়। এ সময় তার গলায় গামছা পেচানো ছিল।

এ ঘটনার পর এলাকাবাসী ও শম্পার স্বজনেরা রিয়াজুলকে আটক করলে পুলিশ নিজেদের হেফাজতে নেয়।

তবে রিয়াজুলের ভাষ্য, দুপুরে খাওয়ার পর তিনি মানিকচকে নিজের কর্মস্থলে চলে যান। সন্ধ্যায় বাড়ি এলে তার স্ত্রীকে খুঁজে পাননি। পরে পাশের ঘরে গামছা দিয়ে ফাঁস নেয়া অবস্থায় স্ত্রীকে দেখেন তিনি। স্ত্রীকে ধরতে গেলে তাকে মৃত অবস্থায় পান রিয়াজুল।

এ বিষয়ে সদর থানার ওসি হাসান বাসির জানান, এ ঘটনায় রিয়াজুলকে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে লাশের ময়নাতদন্ত করা হবে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে সঠিক কারণ জানা যাবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button