বগুড়া সদর উপজেলা

জুলাই আন্দোলনে শহীদ বাঙ্গির পরিবারের ওপর হামলা

নিজস্ব প্রতিবেদক: বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ কমর উদ্দিন বাঙ্গির বাড়ি ও পরিবারের সদস্যদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। হামলায় শহীদ বাঙ্গির নাতি শিমুল গুরুতর আহত হয়েছেন।

এ ঘটনায় সোমবার শহীদ বাঙ্গির মা জমেলা বেগম বাদি হয়ে সদর থানায় একটি অভিযোগ দিয়েছেন। এর আগে গতকাল রোববার রাত ৮ টার দিকে সদর উপজেলার চক আকাশতারা খাপাড়া এলাকায় সংঘবদ্ধ এই হামলা হয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।

অভিযোগ সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় শিমুল বাড়ির সামনে ব্যাডমিন্টন খেলছিলেন। নারুলী তালপট্টি এলাকার ইমরান, ইমন, সোহানসহ আরও অন্তত ৮ জনের একটি সংঘবদ্ধ দল এসে তাকে ধারালো রামদা দিয়ে আঘাত করে। রক্তাক্ত অবস্থায় দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। শিমুলকে বাঁচাতে এগিয়ে এলে তার চাচাতো ভাই নাঈমসহ দুই প্রতিবেশীও মারধরের শিকার হন।

পরে হামলাকারীরা শহীদ কমর উদ্দিনের আধাপাকা বসতবাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়। ঘরবাড়ি, মোটরসাইকেল ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র লণ্ডভণ্ড করে দেয়। পাশাপাশি ঘর থেকে টাকা পয়সা লুট করে নিয়ে যাওয়ার অভিযোগও পাওয়া গেছে।

শহীদ বাঙ্গির নাতি নাঈমের স্ত্রী তানিয়া জানান, হামলাকারীরা চাঁদাবাজ, ছিনতাইসহ সব ধরনের অপরাধে জড়িত। এসব কোনো কারণ থেকে পূর্ব শত্রুতার জেরে আমাদের পরিবারের সদস্য ও ঘরবাড়িতে হামলা করেছে।

শহীদ কমর উদ্দিনের মা জমেলা বেগম বলেন, আমার ছেলে দেশের জন্য জীবন দিল, আর আজ আমাদের বাড়িতেই হামলা। আমরা কি একটু শান্তিতে থাকতে পারব না?

স্থানীয়রা জানান, কমর উদ্দিন বাঙ্গি গুলিবিদ্ধ হয়ে শহীদ হওয়ার পর পরিবারটি সহায় সম্বলহীন হয়ে পড়ে। রিকশাচালক এই নিরীহ মানুষের মৃত্যুর পর থেকে পরিবারটি নানা সংকটে রয়েছে। এই হামলা তাদের আবারও আতঙ্কে ফেলেছে। হামলাকারীরা এলাকায় সুদের ব্যবসা করে। বিভিন্ন ধরণের অপরাধে জড়িত। তাই এ হামলা শুধু এই পরিবারকে নয়, এলাকার মানুষও আতঙ্কিত হয়ে পড়েছে।

ঘটনার বিষয়টি নিশ্চিত করে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মাহফুজ আলম বলেন, “শহীদ পরিবারের ওপর হামলার বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। অভিযোগের পর ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেছেন। দোষীদের শনাক্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button