
বগুড়ায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২), সিপিএসসি বগুড়ার অভিযানে প্রায় ১৭ কোটি টাকা মূল্যের নকল সিগারেট ও বিড়ির ব্যান্ডরোল, রাজস্ব প্রিন্টিং প্লেট এবং সরঞ্জামাদিসহ দুই জনকে গ্রেফতার করা হয়েছে। আটকরা হলেন- মোঃ মাহমুদুল হাসান মিলন (৪২) এবং মোঃ রাশেদুল ইসলাম রনজু (৪২); দুজনই বগুড়া সদর উপজেলার বাসিন্দা।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, পালশা চৌকির পাড় এলাকায় অবস্থিত ‘রুহান প্রিন্টিং প্রেসে’ দীর্ঘদিন ধরে নকল ব্যান্ডরোল, ফিল্টার, প্যাকেট ও লেবেল তৈরি করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছিল। এতে প্রতি বছর সরকারের কোটি কোটি টাকার রাজস্ব ক্ষতি হচ্ছিল।
এরই পরিপ্রেক্ষিতে অধিনায়ক র্যাব-১২ এর নির্দেশনায় এবং স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদের নেতৃত্বে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে অভিযান পরিচালনা করা হয়। এ সময় প্রেস থেকে বিপুল পরিমাণ নকল রাজস্ব সামগ্রী জব্দ ও সংশ্লিষ্ট দুই জনকে আটক করা হয়।
অভিযানে ১৮ লাখ ৩৮ হাজার সিগারেট ব্যান্ডরোল,
১০ লাখ ৪৯ হাজার বিড়ি ব্যান্ডরোল,
বিভিন্ন ব্রান্ডের হাজারো মোড়ক ও ফিল্টার,
স্টিল লেবেল প্লেট, কাঠের স্ক্রিন প্রিন্ট,
২টি মোবাইল ফোন এবং ১০,৬৪০ টাকা নগদ উদ্ধার করা হয়।

নকল রাজস্ব সামগ্রীর বাজারমূল্য প্রায় ১৭ কোটি টাকা বলে র্যাব জানিয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন এবং তাদেরকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে



