বগুড়া সদর উপজেলা
প্রধান খবর

বগুড়ায় ২৬ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, তিন জনকে কারাদণ্ড

নিষিদ্ধ ঘোষিত পলিথিনবিরোধী অভিযানে বগুড়ার সদর থানার কালীতলা এলাকা থেকে ২৬ হাজার কেজি পলিথিন জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১২ (র‌্যাব)। একই অভিযানে পরিবেশ সংরক্ষণ আইন ভঙ্গের দায়ে তিনজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। জব্দকৃত পলিথিনের আনুমানিক বাজারমূল্য ৫২ লাখ টাকা।

বুধবার (১০ ডিসেম্বর ২০২৫) সকাল সাড়ে ১০টায় র‌্যাব-১২ সিপিএসসি বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদের নেতৃত্বে এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ অধিদপ্তর, বগুড়া জেলা কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রশিদুল ইসলামের উপস্থিতিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ৬(ক) ও ১৫(১) ধারায় দণ্ডপ্রাপ্তরা হলেন- মো. হেলালুজ্জামান (৪৫), সাং- আটাপাড়া, বগুড়া সদর- ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২ লাখ টাকা অর্থদণ্ড (অনাদায়ে আরও ১৫ দিন)

মো. রফিকুল ইসলাম (৪০), সাং- নাটাই পূর্বপাড়া, বগুড়া সদর – ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড
মো. জাকারিয়া (২২), সাং- গোকুল, বগুড়া সদর- ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড

র‌্যাব-১২ জানায়, পরিবেশ ক্ষতিকর পলিথিনের উৎপাদন ও অবৈধ মজুদের বিরুদ্ধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। ভবিষ্যতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলেও জানানো হয়।

এই বিভাগের অন্য খবর

Back to top button