
নিষিদ্ধ ঘোষিত পলিথিনবিরোধী অভিযানে বগুড়ার সদর থানার কালীতলা এলাকা থেকে ২৬ হাজার কেজি পলিথিন জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১২ (র্যাব)। একই অভিযানে পরিবেশ সংরক্ষণ আইন ভঙ্গের দায়ে তিনজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। জব্দকৃত পলিথিনের আনুমানিক বাজারমূল্য ৫২ লাখ টাকা।

বুধবার (১০ ডিসেম্বর ২০২৫) সকাল সাড়ে ১০টায় র্যাব-১২ সিপিএসসি বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদের নেতৃত্বে এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ অধিদপ্তর, বগুড়া জেলা কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রশিদুল ইসলামের উপস্থিতিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ৬(ক) ও ১৫(১) ধারায় দণ্ডপ্রাপ্তরা হলেন- মো. হেলালুজ্জামান (৪৫), সাং- আটাপাড়া, বগুড়া সদর- ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২ লাখ টাকা অর্থদণ্ড (অনাদায়ে আরও ১৫ দিন)
মো. রফিকুল ইসলাম (৪০), সাং- নাটাই পূর্বপাড়া, বগুড়া সদর – ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড
মো. জাকারিয়া (২২), সাং- গোকুল, বগুড়া সদর- ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড
র্যাব-১২ জানায়, পরিবেশ ক্ষতিকর পলিথিনের উৎপাদন ও অবৈধ মজুদের বিরুদ্ধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। ভবিষ্যতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলেও জানানো হয়।



