বগুড়া সদর উপজেলা

বগুড়ায় সিটি ব্যাংকের উপশাখা জলেশ্বরীতলায়

বগুড়ার জলেশ্বরীতলায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে সিটি ব্যাংক। এর ফলে এলাকার ব্যবসায়ী ও সাধারণ মানুষ এখন সহজেই পাচ্ছেন আধুনিক ও পূর্ণাঙ্গ ব্যাংকিং সেবা।

শহরের অন্যতম অভিজাত এলাকায়, সুনামধন্য টাচ এন্ড টেকের সামনে নতুন শাখাটি অবস্থিত। এই উপশাখা থেকে হিসাব খোলা, জমা ও উত্তোলন, ঋণসেবা, ডিজিটাল ব্যাংকিংসহ সব ধরনের ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা যাবে।

নতুন উপশাখা চালু হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন গ্রাহকরা। স্থানীয় এক ব্যবসায়ী বলেন, এতদিন ব্যাংকিং সেবার জন্য দূরে যেতে হতো। বড়গোলায় অতিরিক্ত যানজটের কারণে যাতায়াতে সময় ও আর্থিক ক্ষতি হতো। এখন কাছেই শাখা হওয়ায় সময় ও ভোগান্তি দুটোই কমবে।

সিটি ব্যাংকের আরেক গ্রাহক জানান, লোকেশনটি খুবই সুবিধাজনক। আমাদের যাতায়াতের বেশিরভাগই এই এলাকায়। আধুনিক পরিবেশে দ্রুত সেবা পাওয়া যাবে বলে আমরা আশাবাদী।

প্রতিষ্ঠানটির রিটেইল ব্যাংকিং ডিভিশনের রিলেশনশিপ ম্যানেজার হাদিয়া জামান শিশির বলেন, এই উপশাখার মাধ্যমে এলাকার গ্রাহকরা আরও সহজে ঋণ ও ক্রেডিট সুবিধা গ্রহণ করতে পারবেন। স্থানীয় ব্যবসার চাহিদা অনুযায়ী ব্যক্তিগত ও ব্যবসায়িক ঋণ প্রদানে আমরা কার্যকর সহায়তা নিশ্চিত করব। সেবা প্রক্রিয়াকে দ্রুত, স্বচ্ছ ও সহজ করাই আমাদের মূল লক্ষ্য। নতুন এই শাখা জলেশ্বরীতলা ও আশপাশের এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করবে বলে আমরা আশা করি।

এ বিষয়ে সিটি ব্যাংক জলেশ্বরীতলা শাখার ম্যানেজার নুরুল হুদা বলেন, এলাকার মানুষের ব্যাংকিং চাহিদা বিবেচনায় রেখেই এই উপশাখা চালু করা হয়েছে। গ্রাহকদের সর্বোচ্চ মানের সেবা নিশ্চিত করাই আমাদের প্রধান অঙ্গীকার। ভবিষ্যতে আধুনিক ও ডিজিটাল ব্যাংকিং সেবা আরও বিস্তৃত করা হবে।

কর্তৃপক্ষ আশা করছে, নতুন এই শাখার মাধ্যমে জলেশ্বরীতলা ও আশপাশের এলাকার ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকরা আরও সহজে, দ্রুত ও নিরাপদ ব্যাংকিং সুবিধা গ্রহণ করতে পারবেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button