বগুড়া সদর উপজেলা
প্রধান খবর

বগুড়ায় ভেজাল গুড় কারখানায় ১০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ভেজাল গুড় উৎপাদনের দায়ে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

আজ শনিবার (সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত) বগুড়া সদর উপজেলার ফাপর ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বগুড়া ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযানে এ জরিমানা আরোপ করা হয়।

অভিযানকালে মোজাম্মেল মিয়া নামে এক ব্যক্তির তৈরি গুড়ে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার এবং খেজুরের রসের সঙ্গে চিনি মিশ্রণের প্রমাণ পাওয়া যায়। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে গুড় তৈরি ও সংরক্ষণ করতেও দেখা যায়।

এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে রাজশাহী জেলার বাঘা উপজেলার বাসিন্দা ওই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়। একই সঙ্গে হাইড্রোজ ও চিনি মিশ্রিত প্রায় ৫০ কেজি ভেজাল গুড় জনসম্মুখে ধ্বংস করা হয়।

অভিযান শেষে ব্যবসায়ী ভবিষ্যতে এ ধরনের অনৈতিক ও ক্ষতিকর কার্যক্রমে জড়িত হবেন না মর্মে লিখিত অঙ্গীকার করেন।

অভিযানে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বগুড়ার কম্পিউটার অপারেটর আব্দুল কাদের এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নমুনা সংগ্রহকারী শরিফুল ইসলাম। অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করে জেলা পুলিশের একটি চৌকস দল।

ভোক্তা অধিকার কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে এবং খাদ্যে ভেজালের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button