বগুড়া সদর থানার পৃথক অভিযানে ৬০০ পিচ ইয়াবাসহ আটক ২

বগুড়া সদর থানা পুলিশের পৃথক অভিযানে ৬০০ পিচ ইয়াবাসহ দুই যুবককে গ্রেফতার হয়েছে।
১ অক্টোবর দুপুর আড়াইটার সময় শহরের সেউজগাড়ি আমতলা মোড় ও সন্ধ্যা সোয়া সাতটার সময় সদর উপজেলার টেংরা বাজার এলাকায় অভিযানগুলো চালানো হয়।
ওই সময় রাজিব কুমার সাহা (৩৬) ও আঙ্গুর মন্ডল (২৪) ৩’শত করে মোট ৬’শ পিচ ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার দু’জন রাজশাহী জেলার রাজপাড়া উপজেলার ভুলুনপুর গ্রাম মৃত তপন সাহা ও বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার ত্রিলোচ গ্রামের আকবর আলীর ছেলে।
বগুড়া সদর থানার সাব-ইন্সপেক্টর (এসআই) মিথুন সরকার বাদী হয়ে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করেছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গ্রেফতার রাজিব কুমার সাহা মাদকদ্রব্য ইয়াবা বিক্রির জন্য বগুড়া এসেছিলেন। তিনি ইয়াবাগুলো সেউজগাড়ী আমতলা মোড়ের একটি রাস্তায় চলাফেরা করার সময় দুপুর আড়াইটায় পুলিশ তার গতিরোধ করে। পরে তার দেহে থাকা কাপড় তল্লাশি করলে ৩’শ পিস ইয়াবা পাওয়া যায়।
অপরদিকে বগুড়া সদর উপজেলার টেংরা বাজার এলাকায় গ্রেফতার আঙ্গুর মন্ডল ৩’শ পিস ইয়াবা বিক্রির জন্য ঘোরাফেরা করছিল।
সন্ধ্যা সোয়া সাতটার সময় থানা পুলিশের একটি দল সাদা পোষাকে তাকে ঘিরে ধরে। ওই সময় আঙ্গুর পালানোর চেষ্টা করলে তাকে গ্রেফতার করা হয়। পরে তারও দেহে থাকা পোষাক তল্লাশি করে প্যান্টের পকেট থেকে ৩’শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া ইয়াবার ওজন ৩০ গ্রাম করে মোট ৬০ গ্রাম ও আনুমানিক মূল্য দেড় লাখ টাকা করে ৩ লাখ টাকা। গ্রেফতার দু’জনে পেশাদার মাদক ব্যবসায়ী।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা জানান, গোপন সংবাদ এর ভিত্তিতে আমরা দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছি। তাদের বিরুদ্ধে প্রচলিত মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে তাদের আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত রাজিব কুমার সাহার বিরুদ্ধে পূর্বে দুইটি মাদক মামলা রয়েছে।