বগুড়ায় শীতবস্ত্র বিতরণ করলেন সাখাওয়াত হোসেন শফিক

বগুড়া পৌর আওয়ামীলীগের ১২নং ওয়ার্ড শাখার আয়োজনে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। মঙ্গলবার বিকেলে শহরের কলোনী এলাকায় ৫ শতাধিক শীতার্ত মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরন
করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক বলেন, মানবতার ধর্ম নিয়ে উন্নয়নের রাজনীতি করে যাচ্ছেন শেখ হাসিনা সবচেয়ে বড় ধর্ম মানবতার ধর্ম। আমরা আমাদের কাঙ্খিত উন্নয়নে সকলে অংশীদার হবো। বগুড়াকে সারাদেশের মধ্যে উন্নত জেলার একটি হয়ে উঠবে।
তিনি আরো বলেন, কেউ যেন আর বগুড়ার মানুষের স্বপ্ন নিয়ে ছিনিমিনি খেলতে না পারে, সেজন্য আমাদের সকলকে সজাগ থাকতে হবে। আমরাও বগুড়ায় যোগ্য নেতৃত্বের মধ্যে দিয়ে বগুড়াকে মাদক, দূর্নীতি, জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা মুক্ত বগুড়া গড়ে তোলা। যারা সমাজের মাঝে বিভাজন করতে চায় তাদের বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে। প্রকৃত বগুড়ার মানুষকে নির্বাচিত করতে হবে, যাতে করে এই বগুড়ার মানুষের জন্য কাজ করতে পারে, এই এলাকার ভাগ্যোন্নয়নের জন্য নিজেকে বিলিয়ে দিতে পারেন। বগুড়ার উন্নয়নে বাধাগ্রস্তকারী সকলকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে সকলে মিলে ঐক্য গড়ে তুলে তাদের সমাজ থেকে বিতারিত করতে হবে। করোনাকালীন সময় চলছে, তাই সকলকে সরকারি সকল নির্দেশনা মেনে চলতে হবে। তাহলে করোনাকে প্রতিরোধ করা সম্ভব হবে।
পৌর আওয়ামীলীগ নেত্রী জাকিয়া সুলতানা আলেয়ার পরিচালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সদস্য আলতাফুর রহমান মাসুক, এমএ বাসেত, আবু সেলিম, ১২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি শেখ আশরাফ আলী, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু, সহ সভাপতি শরিফুল ইসলাম শিপুল, যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সিজু। এসময় জেলা যুবলীগ নেতা অ্যাডভোকেট মোস্তফা কামাল প্রিন্স, সাজ্জাদুর রহমান নুর, নুর মোহাম্মাদ নুরা, শাহরিয়ার সৈকত, সাবেক ছাত্রনেতা জোবাইদুল ইসলাম আসাদ, ছাত্রলীগ নেতা আবীর আহমেদ, সুফিয়ান, ববিন রহমান, সেভিট মন্ডল ও আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।