বগুড়া সদর উপজেলা
প্রধান খবর

বগুড়ার পৌর পার্কে গ্যাস ট্যাবলেট সেবনে নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: বগুড়া শহরের পৌর এডওয়ার্ড পার্কে গ্যাস ট্যাবলেট সেবন করে সোনিয়া (২৭) নামে এক নারীর মৃত্যুর ঘটনা ঘটেছে। সোমবার বিকেলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে তিনি মারা যান। এর আগে দুপুর আড়াইটার দিকে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়।

সোনিয়া যশোরের শার্শা উপজেলায় বসবাস করতেন। তিনি বগুড়ায় বেড়াতে এসেছিলেন।

ছিলিমপুর মেডিকেল ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) লাল মিয়া এসব বিষয় নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রাথমিকভাবে জানা গেছে বগুড়ার কোনো এক ব্যক্তির সঙ্গে সোনিয়ার বিয়ে হয়েছিল। এই সূত্র ধরে তিনি বগুড়ায় আসতে পারেন। এসব ঘটনা থেকে গ্যাস ট্যাবলেট সেবন করতে পারেন। তবে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে।

ফাঁড়ির ইনচার্জ বলেন, তার পরিবারের কারো সাথে এখনও যোগাযোগ হয়নি। সোনিয়ার মরদেহ হাসপাতালের মর্গে রাখা আছে। মরদেহের ময়নাতদন্ত করা হবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button