ধুনট উপজেলা
প্রধান খবর

বগুড়ায় বালুবাহী দুই ট্রাকের মধ্যে চাপা পড়ে অটোরিকশাচালক নিহত

বগুড়ার ধুনটে বালুবাহী ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার চালক শাহীন আলম প্রামানিক (৪৩) ঘটনাস্থলেই নিহত হয়েছেন। রবিবার সকাল ৮টার দিকে ধুনট–সোনামূখী সড়কের পূর্বভরনশাহী প্রিয়াঙ্গন পার্ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহীন আলম নিমগাছি ইউনিয়নের বেড়েরবাড়ি গ্রামের দেলোয়ার হোসেন প্রামানিকের ছেলে এবং পেশায় অটোরিকশাচালক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, যমুনা নদী থেকে বালু বোঝাই করে কাজিপুর থেকে শেরপুরগামী দুটি ট্রাক এবং সোনামুখী থেকে ধুনটগামী যাত্রীবাহী একটি অটোরিকশা একই দিক দিয়ে এগোচ্ছিল। পূর্বভরনশাহী এলাকায় পৌঁছে চলন্ত দুই ট্রাকের মাঝখানে অটোরিকশাটি চাপা পড়ে। এতে চালক শাহীন আলম ঘটনাস্থলেই মারা যান।

স্থানীয়রা একটি ট্রাক আটক করলেও অন্যটি পালিয়ে যায়।

পুলিশ জানায়, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সতর্ক থাকুন: রাস্তা পারাপার বা চলাচলের সময় অতিরিক্ত গতিতে যান না।মোবাইল ফোনে কথা বলা বা মনোযোগ অন্যদিকে রাখলে দুর্ঘটনার ঝুঁকি বাড়ে।সড়কে শৃঙ্খলা মেনে চলুন, নিজের ও অন্যের জীবন সুরক্ষিত রাখুন।

এই বিভাগের অন্য খবর

Back to top button