দুর্ঘটনাধুনট উপজেলা

বগুড়ার ধুনটে ট্রাকের চাপায় মা ও মেয়ের মৃত্যু

বগুড়ার ধুনট উপজেলায় সিমেন্টবোঝাই চলন্ত ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মা ও চার বছরের মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর ২টার দিকে ধুনট-শেরপুর আঞ্চলিক সড়কের বথুয়াবাড়ি সেতুর সংযোগ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন রেবেকা খাতুন (২৬) ও তার মেয়ে হুজাইফা খাতুন (৪)। রেবেকা খাতুন ধুনট উপজেলার বথুয়াবাড়ি গ্রামের পলাশের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার দুপুরে রেবেকা খাতুন তার মেয়েকে নিয়ে ব্যাটারিচালিত অটোভ্যানে করে পেচিবাড়ি এলাকা থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথে একটি পার্শ্ব সড়ক থেকে মূল সড়কে ওঠার সময় অটোভ্যান থেকে মা ও মেয়ে ছিটকে পড়ে যান। এ সময় ধুনটগামী দ্রুতগতির সিমেন্টবোঝাই একটি ট্রাক তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর ট্রাকটি ফেলে চালক ও হেলপার পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি জব্দ করে। ধুনট থানার ওসি আতিকুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button