ধুনট উপজেলাপ্রধান খবর

বগুড়ায় অপহরণের ৬ দিন পর স্কুলছাত্রী উদ্ধার

বগুড়ার ধুনটে এক স্কুলছাত্রীকে অপহরণের ৬দিন পর উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকালের দিকে ওই স্কুলছাত্রীর মা বাদি হয়ে রাসেল মিয়াসহ ৫ জনকে আসামী করে থানায় মামলা করেছেন।

এর আগে শুক্রবার রাত ৮টার দিকে বগুড়ার শাহজাহানপুর উপজেলার কামারপাড়া এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।

মামলা সূত্রে জানা গেছে, অপহরণের শিকার ওই মেয়ে স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। বিদ্যালয়ে যাওয়া আসার পথে তাকে উপজেলার বেড়েরবাড়ি সরকারপাড়া গ্রামের আবু বক্করের ছেলে রাসেল মিয়া (১৮) প্রায়ই প্রেমের প্রস্তাব দিত।

এরই ধারাবাহিকতায় ১০ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে মেয়েটি বাড়ি থেকে প্রাইভেট পড়ার উদ্দেশে বের হয়। পথিমধ্যে রাসেল ও তার সহযোগীরা তাকে অপহরণ করে নিয়ে যায়।

মেয়েকে হারিয়ে ওই স্কুলছাত্রীর মা থানায় একটি অভিযোগ দিলে পুলিশ অভিযান চালিয়ে গতকাল রাতে মেয়েটিকে উদ্ধার করে।

ধুনট থানার এসআই শহিদুল ইসলাম জানান, অপহৃত স্কুলছাত্রীকে শনিবার সকালের দিকে ডাক্তারি পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ডাক্তারি পরীক্ষা শেষে আদালতে তার জবানবন্দি রেকর্ড করা হবে। মামলার আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button