বগুড়ায় ধুনট নিমগাছি ইউনিয়নে নব-নির্বাচিত কমিটিকে সংবর্ধনা

ধুনট প্রতিনিধিঃ বগুড়া ধুনট উপজেলার নিমগাছী ইউনিয়ন আওয়ামীলীগের পক্ষ থেকে জেলা আওয়ামী লীগের নব-নির্বচিত কমিটিদের সংবর্ধনা দেয়া হয়েছে।
আজ মঙ্গলবার বিকেল ৪টায় উপজেলার সোনাহাটা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নিমগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জননেতা মোঃ জনাব আজমল হকের সভাপতিত্বে উক্ত আয়োজনে বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামীলীগের নব নির্বাচিত সভপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু
এছাড়া উপস্থিত ছিলেন টি জামান নিকেতা, নব নির্বাচিত সহ সভাপতি বগুড়া জেলা আওয়ামীলীগ,বগুড়া জেলা আওয়ামী লীগের নব নির্বাচিত সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু,সাগর কুমার রায়,নব নির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক বগুড়া জেলা আওয়ামীলীগ, আসাদুর রহমান দুলু, নব নির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক বগুড়া জেলা আওয়ামীলীগ। এছাড়া আরো উপস্থিত ছিলেন টি আই এম,নুরুন্নবী তারিক,সভাপতি ধুনট উপজেলা আওয়ামীলীগ,আব্দুল হাই খোকন সাধারণ সম্পাদক ধুনট উপজেলা আওয়ামীলীগ,ধুনট পৌরসভা চেয়ারম্যান এজিএম বাদশাহ্,ধুনট উপজেলা যুবলীগের সাংগাঠনিক সম্পাদক সুজাউদ্দৌলা রিপন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পপি রানী পোদ্দার,বগুড়া জেলা ছাত্রলীগের সভপতি নাইমুর রাজ্জাক তিতাসসহ বগুড়া জেলা আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।