ধুনটে বিএনপির পূজা মণ্ডপ পরিদর্শন

পূজা মন্ডপ পরিদর্শনকালে। ছবি: প্রতিনিধি
ধুনট (বগুড়া) প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বগুড়ার ধুনট উপজেলার নিমগাছী ইউনিয়নের বড়ইতলী পূজা মণ্ডপে আর্থিক অনুদান প্রদান করা হহয়েছে।
বুধবার সন্ধ্যায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনকালে এ অনুদান পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের হাতে তুলে দেন। নিমগাছী ইউনিয়ন বিএনপির সভাপতি ও সোনাহাটা ডিগ্রি কলেজের সভাপতি ফজল-এ-খুদা তুহিন।
এ সময় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মহসীন আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, উপজেলা ছাত্রদল নেতা জিন্নাহুর রহমান রাকিব, বিএনপি নেতা মোজাহিদুল ধলু, ফজলুল হক, স্বপন, আলম, মুরাদুজ্জামান, ওয়াদুদ, সোজাত, মালেক, আমিনুর, মিষ্টার, সুরুজ, রেজাউল, অপু, সাদেকুল, রাজ্জাক, ইকবাল, বাবু, কৃষক দলের শফিকুল, মুক্তার, যুবদল নেতা মোস্তাফিজ, তরিকুল, শামীম, রিপন, মিনার, দুলাল, রাজু, ছাত্রদল নেতা আল আমিন, মেহেদী, সিয়াম, আজিজুল, লাজলু, আদিল, মিনহাজ, মাহমুদুল, শ্রমিকদল নেতা হোসেন, তাঁতীদল নেতা দোলা, সমবায় দলের রুবেল সহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দসহ পূজা উদযাপন কমিটির লিটন মালী, চন্দন মালী ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।